অঙ্গভঙ্গি বুঝে কাজ করবে স্মার্ট জ্যাকেট
প্রতিক্ষণ ডেস্ক:
যদি বলা হয় ফোন কল, গান শোনা বা এগুলো নিয়ন্ত্রণ করতে গেলে এখন আর আপনাকে স্মার্ট ফোনটি পকেট থেকে বেরও করতে হবে না? আপনার পরিধানকৃত জ্যাকেটটির নির্দিষ্ট স্থান স্পর্শ করেই স্মার্টফোনটি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ইচ্ছে মত? সেটি কেমন হতো তা আর কল্পনা করতে হবে না, কারণ সেটি কোন সাধারণ জ্যাকেট নয় স্মার্ট ডিভাইসের তালিকায় যুক্ত হওয়া একটি স্মার্ট জ্যাকেট।
জনপ্রিয় প্রযুক্তি জায়ান্ট ও নির্মাতা প্রতিষ্ঠান গুগল এবং লিভাইস যৌথভাবে তৈরী করেছে এই স্মার্ট জ্যাকেটটি । এটি আপনার অঙ্গভঙ্গি বুঝে কাজ করতে পারবে আপনারই নির্দেশনা মতো।
গেসচার কন্ট্রোল সারফেস টেকনোলজি ব্যবহৃত এই জ্যাকেটকে বলা হচ্ছে কমিউটার। এতে ব্যবহার করা হয়েছে কনডাক্টিভ ফেব্রিকস এবং ব্লু-টুথ ডিভাইস। ফলে জ্যাকেটটি পেয়ার করা যাবে ফোনের সঙ্গে।
স্মার্ট এই জ্যাকেটটির ডান হাতা ও বাম হাতায় কন্ট্রোলার হিসেবে রয়েছে ব্লু-টুথ ডিভাইস। এই ডিভাইসের ব্যাটারি একবার চার্জে চলবে দুইদিন। হাতা থেকে ডিভাইসটি খুলে নিয়ে ইউএসবি পোর্টের মাধ্যমে এটিকে চার্জ দেয়া যাবে।
একটি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে জ্যাকেটের নির্দিষ্ট স্থান স্পর্শ করেই ফোনের কল আদান-প্রদান, গান শোনা, গান থামিয়ে রাখা, বন্ধ করা যাবে। এই অ্যাপটিকে বলা হচ্ছে প্রজেক্ট জ্যাকুয়াড।
২০১৬ সালে সর্ব প্রথম এই জ্যাকেটটি প্রদর্শন করা হয়। বর্তমানে এই স্মার্ট জ্যাকেটটির বাজার মূল্য ৩৫০ ডলার।
প্রতিক্ষণ/এডি/এস.টি