অদ্ভুত কারণে আপনার দেহে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধের

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ১২:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

হেলথ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

bodyodurঘেমে যাওয়ার কারণে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয় বলেই প্রায় সকলের ধারণা। দেহে দুর্গন্ধের সৃষ্টি হলে আমরা এর কারণ হিসেবে ধরে নিই ঘামের দুর্গন্ধ। কিন্তু মূল কারণটি তা নয়। আপনার দেহে দুর্গন্ধ সৃষ্টির আরও অনেক কারণ রয়েছে যা সম্পর্কে আপনি একেবারেই জানেন না।

চলুন তাহলে জেনে নিই দেহে দুর্গন্ধ সৃষ্টির অজানা অদ্ভুত কিছু কারণ।

১. কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার কম খেলে:
ওজন কমানোর জন্য বা ডায়েট যারা করেন তারা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার বাদ দিয়ে থাকেন। কিন্তু গবেষণায় দেখা যায় কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার কম খাওয়ার কারণে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয়। এটি হয় মূলত কার্বোহাইড্রেট কমিয়ে তা প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়ে পূরণ করার মাধ্যমে। কারণ এতে করে রক্তে কিটোনের মাত্রা বেড়ে যায় যা দেহে ও প্রস্রাবে দুর্গন্ধের সৃষ্টি করে।

২. আপনি অনেক বেশি মানসিক চাপে থাকলে:
শুনতে অবাক লাগলেও মানসিক চাপে থাকলে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয়ে থাকে। ঘাম বেশ কয়েক প্রকারের হয়ে থাকে, কিন্তু গবেষকদের মতে সবচাইতে দুর্গন্ধ হয়ে মানসিক চাপের ঘামের। মানসিক চাপে থাকার ফলে যে ঘামের সৃষ্টি হয় তাতে থাকে ‘অ্যাপোক্রিন’। এই ধরণের ঘামে পানির মাত্রা অনেক কম থাকে এবং প্রোটিন ও ফ্যাটের মাত্রা অনেক বেশি থাকে যার ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়।

৩. অনেক বেশি ক্যাফেইন এবং অ্যালকোহল পান করলে:
অ্যালকোহল বা মদ পানের কারণে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয় তা সম্পর্কে সকলেই জানেন। কিন্তু আপনি জানেন কি চা-কফি অর্থাৎ যেসকল পানীয়তে ক্যাফেইন রয়েছে তা অতিরিক্ত পান করার ফলেও দেহে দুর্গন্ধের সৃষ্টি হয়। ক্যাফেইনে রয়েছে অ্যাসিডিক উপাদান এবং ক্যাফেইন দেহের পানি শুষে নিতে পারে, আর এতেই দুর্গন্ধের সৃষ্টি হয়।

৪. ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি ধরণের সবজি বেশি খাওয়ার ফলে:
ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি জাতীয় সবজিতে রয়েছে অতিরিক্ত মাত্রায় সালফার উপাদান যার কারণে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয় খুব অল্পতেই। তাই বলে এগুলো খাওয়া বন্ধ করে দেবেন না। খাওয়া পরিমিত করুন।

৫. আপনার ডায়বেটিকের সমস্যা থাকলে:
দেহে ইনসুলিনের অভাব হলে দেহের ফ্যাট ভাঙতে থাকে এনার্জির জন্য যা রক্তে কিটোনের মাত্রা বাড়িয়ে তোলে। এতে করে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয়।

৬. আপনার কোষ্ঠকাঠিন্য রয়েছে:
কোষ্ঠকাঠিন্য থাকার কারণে দেহের টক্সিন সঠিক পথে সঠিকভাবে বেড়িয়ে যেতে পারে না। এতে করেও দেহে দুর্গন্ধ হওয়ার সমস্যায় পড়তে হয়।

প্রতিক্ষণ/এডি/সবুজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G