ক্রীড়া ডেস্ক
‘এমন চাপের পরিস্থিতিতে কীভাবে ম্যাচ বের করে আনতে হয় তার অনন্য নজির দেখিয়েছেন এই দুজন। তোমাদের নিয়ে তাই গর্বিত’ – কথা গুলোই আজ ভারতকে ১ উইকেটে হারানো পর নিজের টুইটে লিখেছেন অধিনায়ক লিটন কুমার দাস।
আজ মিরপুরে জেতা ম্যাচ হারতে হারতে শেষ অবদি মিরাজ আর মুস্তাফিজের ব্যাটে চড়ে বাংলাদেশ অবিশ্বাস এক জয় ছিনিয়ে নিয়েছে ভারতের কাছ থেকে। এই জয়ের পর টাইগারদের ড্রেসিং রুমে অধিনায়ক লিটন (আজ ৪১ রান করেছেন) মিরাজ আর মুস্তাফিজকে নিয়ে ছবি তুলে তা টুইটে পোষ্টও করলেন স্মৃতি হিসেবে।
১৩৬ রানে ৯ উইকেট পতনের পর বাংলাদেশও জয়ে বিষয়ে চিন্তা করেনি। আর ভারত নিশ্চিত জয়ের আনন্দ মাঠে আগে ভাগেই শুরু করে দিয়েছিল।
কিন্তু অবিচল মিরাজ পাহাড়ের মতো অটল ছিলেন। ৩৯ বলে ৩৮ রানে অপরাজিত মিরাজ আর পেস বোলার হয়েও মুস্তাফিজ ভারতের কঠিন বোলিং সামাল দিয়ে অপরাজিত ১০ রানে।