অনূর্ধ্ব-১৫ নারী ক্রিকেটার বাছাই ও প্রশিক্ষণ শুরু ৮ নভেম্বর

প্রথম প্রকাশঃ নভেম্বর ৭, ২০২২ সময়ঃ ৫:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৭ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা ভিত্তিক অনূর্ধ্ব১৫ নারী ক্রিকেট খেলােয়াড় বাছাই ক্রিকেট প্রশিক্ষণ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছেপর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার মাধ্যমে নারী ক্রিকেট খেলােয়াড় বাছাই ক্রিকেট প্রশিক্ষণ পরিচালনা করার পরিকল্পনা বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার রয়েছে

প্রাথমিক পর্যায়ে ঢাকা মেট্রো ২৫টি জেলা কে নারী ক্রিকেট খেলােয়াড় বাছাই ক্রিকেট প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। 

জেলাসমূহঃ ঢাকা মেট্রো, টাঙ্গাইল,গাজীপুর, নরসিংদি, গােপালগঞ্জ , ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর , ময়মনসিংহ সদর, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, খুলনা সদর, নরাইল, কুষ্টিয়া, সাতক্ষীরা, রাজশাহী সদর, বগুড়া, রংপুর সদর, গাইবান্ধা, নীলফামারি, ঠাকুরগাঁও, চট্টগ্রাম সদর, রাঙ্গামাটি,বান্দরবান, সিলেট সদর। 

ক্রিকেট খেলােয়াড় বাছাই ক্রিকেট প্রশিক্ষণ প্রতিটি জেলায় স্থানীয় পর্যায়ে পরিচালনা করা হবেজেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে গঠিত সাবকমিটি, কোচ এবং স্থানীয় পর্যায়ে সিনিয়র ক্রিকেট খেলােয়াড় এর সমন্বয়ে নারী ক্রিকেট খেলােয়াড় বাছাই প্রশিক্ষণ পরিচালনা করা হবে

প্রশিক্ষণ পরিচালনার গাইড লাইন সকল জেলায় একই থাকবে যা বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাবকমিটি দ্বারা প্রণিত হবেনারী ক্রিকেট খেলােয়াড় বাছাই প্রশিক্ষণ পরিচালনার যাবতীয় ব্যয়ভার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা বহন করবে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে। 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G