অন্য ব্যাংকের এটিএমে টাকা তুলতে লাগবে ১৫ টাকা

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৫ অপরাহ্ণ

atm boothঅন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে এখন থেকে গ্রাহককে ৫ টাকা বেশী চার্জ গুনতে হবে। এক্ষেত্রে গ্রাহককে এতদিন ১০ টাকা হারে চার্জ দিতে হতো।

মঙ্গলবার এক সার্কুলারের মাধ্যমে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছে, নতুন নিয়মে প্রতি লেনদেনে গ্রাহককে ১৫ টাকা দিতে হবে। আর পাঁচ টাকা দেবে কার্ড ইস্যুকারী ব্যাংক। এতদিন ১০ টাকা গ্রাহক ও ব্যাংক ১০ টাকা দিত।

সার্কুলারে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচের (এনপিএস) আওতায় বাণিজ্যিক ব্যাংক ও স্টক হোল্ডারদের স্বার্থ বিবেচনা করে এনপিএসের আওতায় আন্তঃব্যাংক এটিএম লেনদেনের চার্জ পুননির্ধারণ করা হল। তবে মিনি স্টেটমেন্ট ও ব্যালেন্স জানার চার্জ বর্তমানের মতো পাঁচ টাকা বহাল থাকবে।

প্রতিক্ষণ/এডি/রতন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G