অপহরণ চক্রের ৮ সদস্য আটক
ময়মনসিংহ প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:
ঢাকা থেকে বেলাল হোসেন (৩২) এবং আমির হোসেন রুবেল (২৩)নামে দুই ব্যবসায়ীকে আপহরণের ঘটনায় ১ নারীসহ ৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে ময়মনসিংহের ফুলপুরের তারাকান্দা ও ঢাকার গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল অপহরনকারীরা ঢাকার বনানী থেকে থাই এন্ড গ্লাসের ব্যবসায়ী বেলাল হোসেন ও আমির হোসেন রুবেলকে অপহরন করে ময়মনসিংহের তারাকান্দায় নিয়ে আসে।
অপহরনের দু’দিন পর ১ লক্ষ ৩০ হাজার টাকা মুক্তিপন দিয়ে দুই ব্যবসায়ী ছাড়া পায়। এ ব্যাপারে অপহৃতরা গত ২১ এপ্রিল তারাকান্দা থানায় একটি মামলা (নং-১৮(৪)১৫) দায়ের করে।
মামলাটি ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোয়েন্দা পুলিশ, বুধবার ময়মনসিংহ শহরের বড় বাজার থেকে অপহরণ চক্রের প্রধান ফারুক হোসেনকে আটক করে।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জেলার ফুলপুর উপজেলার চরকাজিয়া কান্দা গ্রাম থেকে অপহরণ চক্রের সদস্য আব্দুল কাদির (৬৫), টিলাটিয়া গ্রামের ফারুক (৪৮) ও ফরহাদ (৩৮), দেউলা গ্রামের সাইফুল ইসলাম (২২), গাজীপুরের হোতাপাড়ার মনিপুর থেকে রূপচাঁন আলী (৩২),আশুলিয়ার জিরাবো কাঠগরা থেকে বাবুল মিয়া (৪০) ও তার স্ত্রী তাহমিনা আক্তার ওরফে লাইলাকে আটক করা হয়।
আটককৃতদের কাছে পুলিশ একটি মোবাইল ফোন, ৭টি সীমকার্ড এবং থাই এন্ড গ্যাস হাউজের ভিজিটিং কার্ড, চুক্তিনামার ফরম ও ১টি চাকু উদ্ধার করেছে।
প্রতিক্ষণ/এডি/রাসেল/আরেফিন