অপহৃত নববধূ উদ্ধার
প্রতিক্ষন ডেস্ক
আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে স্বামীর গাড়ি থেকে অপহৃত নববধূ সুবর্ণা আক্তারকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের মূল হোতা তোফাজ্জলসহ ৩ জনকে আটক করা হয়েছে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করায় তারা এক অপহরণ করেছিল বলে জানাযায়।
উল্লেখ্য, শুক্রবার উপজেলার নোয়াগাঁও চৌধুরী বাড়ির আ. লতিফের মেয়ে সুবর্ণা আক্তার (১৮) এর সঙ্গে রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিয়া গ্রামের জহিরুল হকের ছেলে নাদিমের (২৫) বিয়ের দিন ছিলো। বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় কনের বাড়ি থেকে প্রাইভেটকার যোগে বর পক্ষ নববধূকে নিয়ে যাচ্ছিল। পথে রসুলপুর নামক স্থানে উপজেলার টেকপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে মোফাজ্জল (২৫), জামাল উদ্দীনের ছেলে আলমগীর (২০) ও ইসমাইলের ছেলে রাকিবসহ ৮-৯ জন সন্ত্রাসী ২টি সিএনজি যোগে এসে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে বলে জানিয়েছিল পুলিশ। জোরপূর্বক প্রাইভেটকারের ভেতর থেকে নববধূকে তুলে নিয়ে মাধবদীর দিকে চলে যায় তারা। তার পর থেকে নববধূর কোন খোঁজ পাওয়া যায়নি। গতরাতে সেই নববধূকে উদ্ধার করে র্যাব।
প্রতিক্ষণ/এডি/বিএ