অপারেশন থিয়েটারে ডাক্তারের ঝগড়ার কারণে মারা গেল নবজাতক (ভিডিওসহ)

প্রকাশঃ আগস্ট ৩০, ২০১৭ সময়ঃ ২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৬ অপরাহ্ণ

অপারেশন থিয়েটারে শুয়ে আছেন গর্ভবতী নারী। একটু পরই হবে অস্ত্রোপচার। ঠিক সে মুহূর্তে জোরে তর্কাতর্কি শুরু করে দিলেন দুই চিকিৎসক। দুজন দুজনের নাম ধরে ডেকে হুমকি দিতে শুরু করলেন।

অচেতন নারীকে সামনে রেখেই ঝগড়া চালিয়ে গেছেন ঐ দুই চিকিৎসক। তাদের সেই মুহূর্ত গোপনে মুঠোফোনে রেকর্ড করলেন হাসপাতালের এক কর্মী। বেশ কিছুক্ষণ পর ঐ দুই চিকিৎসকের একজন যখন নবজাতক বাচ্চাটিকে হাতে নিলেন, তখন বাচ্চাটির কোনো সাড়া পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে উমাইদ হাসপাতালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর ঐ হাসপাতালের কিছু কর্মী জানায়, গর্ভের সন্তানের দুর্বল হৃদস্পন্দনের কারণে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্তের পর ঝগড়া শুরু করেন দুই চিকিৎসক অশোক নেইনওয়াল ও এমএল টাক। ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডা. নেইনওয়াল ঝগড়ার শুরু করেন। অপারেশন থিয়েটারে আনার আগে রোগী কিছু খেয়েছে কি না, তা জিজ্ঞাসা করেন তিনি। এরপর আরেক চিকিৎসক অ্যানেসথেশিয়ান এম এল টাক কনিষ্ঠ এক চিকিৎসককে দিয়ে কিছু পরীক্ষা করাতে চেয়েছিলেন, যা পছন্দ হয়নি নেইনিওয়ালের। এ নিয়েই দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়।

ডা. নেইনিওয়াল তার সহকর্মীকে বলেন, ‘আপনি নিজের সীমার মধ্যে থাকেন।’ এরপরই দুজনের মধ্যে চিৎকার চেঁচামেচি ও নাম ধরে ডাকা শুরু হয়। যদিও একজন নার্স ও অন্য এক চিকিৎসক তাদের থামানোর চেষ্টা করেছিলেন।

ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ডা. নেইনিওয়াল ও এম এল টাককে বরখাস্ত করেছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G