অবরোধ বন্ধ হলে নিত্য পন্যের দাম কমবে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
ঢাকা: কাচা শাক-সবজিসহ নিত্য পন্যের দাম হরতাল অবরোধ বন্ধ হলে আরও কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা।
হরতাল-অবরোধে গাড়ি ভাড়া বেশি হওয়ায় কেজি প্রতি ১ থেকে ২ টাকা বাড়তি খরচ হচ্ছে বলে জানালেন পাইকার ও আড়তদারেরা। তবে সাধারণ মানুষের মতে এ বাড়তি খরচের কারনে খুচরা পন্যে খুব বেশি প্রভাব পড়ার কথা নয়।
প্রায় দু’সপ্তাহ ধরে দেশ জুড়ে চলছে টানা অবরোধ। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে হরতালও হয়েছে একাধিকবার। এ অবস্থায় পন্য নিয়ে রাজধানী পর্যন্ত আসতে দ্বিগুন গাড়ি ভাড়া খরচ করতে হচ্ছে পাইকারদের।
তবে এর ফলে কেজি প্রতি পরিবহন ব্যয় বৃদ্ধির হিসাবটা খুব বেশি নয় বলে জানিয়েছেন আড়তদাররা। খুচরা বিক্রেতারা বলছেন, এ পরিস্থিতিতেও পন্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই আছে।
তবে সাধারণ মানুষের মতে হরতাল-অবরোধের এখন যা চিত্র তাতে পন্যের বাজারে প্রভাব পড়ার কথা নয়।
দ্রুতই রাজনীতির ময়দানে এ অচল অবস্থার অবসান হবে, এমনটাই আশা সাধারন মানুষের।
প্রতিক্ষণ/এডি/মাসুদ