অবশেষে সচল ফেসবুক
প্রযুক্তি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
কারিগরি ত্রুটি সংশোধনে বিশ্বজুড়ে একই সঙ্গে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিলো সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক এবং ছবি শেয়ারের ওয়েব ইন্সটাগ্রাম। ফলে বুধবার বাংলাদেশ দুপুর সাড়ে ১২টার দিকে এই দুটি সাইট খুলতে পারছিলেন না ব্যবহারকারীরা।
ওয়েবের পাশাপাশি অ্যাপস এবং প্রক্সি সার্ভারের মাধ্যমেও বাংলাদেশ তুমুল জনপ্রিয় ওয়েব ফেসবুক ব্যবহার করতে গিয়ে হোচট খেয়েছেন অনেকেই।
লগ ইন করার চেষ্টা করলেই ‘অ্যাকাউন্ট ট্যাম্পোরারিলি আনঅ্যাভিলেভল’ একটি বিবৃতি ফুটে উঠছিলো স্ক্রিনে।
হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নানা রটনাও ছড়িয়ে পড়ে। অনেকেরই চোখ পড়ে নিয়ন্ত্রক সংস্থা বিটআরসি’র ওপর। আর এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে থাকায় বিষয়টি আরো ঘনীভূত হয়।
তবে সব শঙ্কা কাটিয়ে বেলা ১টা ১০ মিনিটে ‘চিচিং ফাঁক’র মতো ফের খুলে যায় ফেসবুক ও ইন্সটাগ্রাম। এ সমস্যা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এর আগে একই ধরনের সমস্যা দুইবার দেখা দেয় গতবছরের সেপ্টম্বর মাসে। সর্বশেষ সংযোগ বিভ্রাট ১৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল বলে জানায় কর্তৃপক্ষ।
প্রতিক্ষণ /এডি/রোদেলা