‘অবিলম্বে সালাহ উদ্দিনকে ফেরত দিন’

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ৩:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

salaudবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে অবিলম্বে অক্ষত অবস্থায় জনসমক্ষে হাজির করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমদ।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধিদল সোমবার দুপুরে সালাহ উদ্দিন আহমদের গুলশানের বাসায়

তার পরিবারকে সমবেদনা জানাতে যায়।

এসময় হাসিনা আহমদ বলেন, আমি নিশ্চিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গেছে। আমার স্বামীকে ফেরত চাই।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী বলেন, ‘সালাহ উদ্দিন আহমদ কোথায় আছেন, কীভাবে আছেন, সেটা পুলিশ জানে। তাই তাকে অবিলম্বে জনসমক্ষে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানাই।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, ‘সালাহ উদ্দিন আহমদের পরিবারের কাছে প্রমাণ আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গেছে। তার পরিবার জিডি করতে গেলেও থানা জিডি গ্রহণ করেনি। এতেই প্রমাণিত হয় সরকার এ ঘটনার সঙ্গে জড়িত এবং সালাহ উদ্দিন আহমদের নিখোঁজের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’

প্রতিক্ষণ/এডি/লতা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G