অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬০ রোহিঙ্গা আটক
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
টেকনাফের নাফ নদী হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৬০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বালাদেশ (বিজিবি)।
রোববার সকাল সাড়ে ৯টায় দমদমিয়া বিওপি সংলগ্ন নাফ নদী সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে তাদের। আটককৃতদের মধ্যে নারী ১২ জন, শিশু ১৩ জন ও ৩৫ জন পুরুষ রয়েছে। তারা মিয়ানমারের মংডু ও বুচিডং জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ভোর সাড়ে ৪টায় নাফ নদীর জইল্যার দ্বীপ সংলগ্ন মাঝ নদী থেকে দমদমিয়া বিওপির হাবিলদার কাইয়ুমের নেতৃত্বে তাদের আটক করা হয়।
জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে দুটি নৌকা যোগে রোহিঙ্গারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসময় দমদমিয়া বিওপির বিজিবি টহলদলের নজরে আসলে নৌকা দুটিকে ধাওয়া করে ৬০ নারী-পুরুষ ও শিশুসহ আটক করে নৌকা দুটি জব্দ করা হয়।
এদিকে আটক রোহিঙ্গাদের মধ্যে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ৩ জন নিবন্ধিত রোহিঙ্গা ছিলেন। আত্মীয় স্বজনরা তাদের আটকের খবরে প্রয়োজনীয় কাগজ পত্র বিজিবিকে দেখালেও তাদের পুশব্যাক করে দেয়া হয়েছে।
নয়া পাড়া ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা রশিদা বেগম নামে বৃদ্ধা জানান, আত্মীয় স্বজনদের দেখতে মিয়ানমারে গিয়েছিল। তারা জাদীমুরা আদমঘাট দিয়ে মিয়ানমারে গিয়েছিলেন এবং ওই ঘাট দিয়ে ফিরে আসার চেষ্টা করেছেন। এসময় বিজিবির হাতে আটক হয়েছেন তারা।
অপরদিকে ছালিমা নামের এক তরুণী জানান, তিনি সৌদি আরব যাওয়ার জন্য বাংলাদেশে আসছিলেন। তার বাড়ি মংডু থানার সাহারদিল নামক এলাকায়। ৩ মাস পূর্বে চট্টগ্রাম থেকে পাসপোর্টের কাজ সম্পন্ন করেছেন। এখন ওমরা করতে সৌদিতে যাওয়ার ভিসা লেগেছে। তাই বাংলাদেশে আসছিলেন।
৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, আটককৃত সবল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশসহ যেকোনো তৎপরতা ঠেকাতে বিজিবি টহলদল সদা সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে।
প্রতিক্ষণ/এডি/রানা