অব্যাবস্থাপনা-হযবরল মিলে মিশে একাকার

প্রকাশঃ জানুয়ারি ৯, ২০২৩ সময়ঃ ৪:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৫ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

২০২৩ আলে আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিহ হচ্ছি। অথচ

এখনও রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা গুলোতে

অব্যাবস্থাপনা আর অনিয়মের ধারা
বহায় রয়েছে।

এর একটি নমুনা আজ মিরপুর ১০ নম্বর গোল চক্করে দেখা গেল। ১০ নম্বর গোল

চক্করে একটি বিদ্যুৎ-এর খাম্বা পরিবর্তনের কাজ শুরু হতেই যতো বিপত্তি আর

হযবরল পরিস্থিতি তৈরি হলো।
পুরো ১০ নম্বর গোল চক্কর থেকে শুরু করে ২ নম্বর ক্রিকেট স্টেডিয়ামের

এলাকার সীমানা অবদি বিদ্যুৎ-র লাইন বিচ্ছিন্ন।
কোথায় ইন্টারনেট নেই,নেই ডিস লাইন! কতটা ভয়াবহ রূপ তৈরি হয়েছে তা না

দেখলে বোঝার উপায় নেই। এ যুগে মানুষ ইন্টারনেট ছাড়া চিন্তাই করতে পারে
না। এর সাথে বিদ্যুৎ-র লাইন বন্ধ থাকায় দোকাণ গুলো সকালে থেকেই অন্ধকারে,

তবে কিছু বড় শো রুম বিকল্প ব্যবস্থায় আলোর ব্যবস্থা করেছে।
একটি খাম্বা খুলে নতুন খাম্বা বসানোর কাজ করতে গেলে বিদ্যুৎ-র সব তার

খুলতে হয়েছে, একট জায়গায় ইন্টারনেটের সব সংযোগ আর ডিস তো আছেই।
সরজমিনে দেখা গেল, বিদ্যুৎ কৃর্তৃপক্ষে খাম্বাতেই ইন্টারনেট আর ডিস

ওয়ালাদের তার বক্স ঝুলানো।পুরাতন খাম্বা খুলে ফেলার সাথে সাথে রাস্তার
উপর সব তার ঝুলে পড়েছে। রাস্তা বন্ধ, বিদ্যুৎ বন্ধ, ইন্টারনেট আর ডিস

থাকার তো কোন কারণ নেই।
মিরপুর ১০ নম্বর এলাকার মানুষের প্রশ্ন, এ তার ‍গুলো যদি আগে থেকে

বিদ্যুৎ কর্তৃপক্ষ সঠিক ভাবে স্থাপন করত তাহলে আজ এমন হযবরল পরিস্থিতি
তৈরি হতো কি!

সাধারণ মানুষের প্রশ্ন ২০২৩ সালে কেন এমন অব্যবস্থাপনা আর অনিয়মের চিত্র দেথতে হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G