অভিজিৎকে হত্যার হুমকির কথা স্বীকার ফারাবীর

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৩ অপরাহ্ণ

farabi 3 3বিজ্ঞান মনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ রায়কে হত্যার হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হওয়া শাফিউর রহমান ফারাবী।

ফারাবীকে গ্রেফতারের পর ঢাকায় র‌্যাব সদরদপ্তরে সংস্থাটির মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ কথা বলেন।

মুফতি মাহমুদ জানান, ফারাবী নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির সঙ্গে জড়িত ছিলেন। ২০১০ সাথে বিভিন্ন নাশকতা ও ভাঙচুরের মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। এক মাস পর জামিনে তিনি মুক্ত হন।

এরপর থেকে ফারাবী ব্লগে বিভিন্ন সময়ে ধর্মীয় উগ্রবাদমূলক লেখালেখি করতেন। আর মুক্তমনা লেখক যারা ব্লগে তাদের মতাদর্শের বাইরে লেখালেখি করতেন তাদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের হুমকি দিতেন।

এর আগে সোমবার ভোরে তাকে যাত্রাবাড়ী থেকে আটকের পর ফারাবীকে র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, অভিজিৎ রায়কে হত্যা করার জন্য ফেসবুকে মন্তব্য করেন ফারাবী। এতে বলা হয়, ‘অভিজিৎ রায় আমেরিকায় থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।’

তার আগে শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকে হত্যার হুমকি দিয়ে আটক হন ফারাবী শফিউর রহমান। পরে তিনি জামিনে মুক্তি পান।

গত ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের কাছে বটতলায় অভিজিৎ ও তার স্ত্রীর ওপর হামলা চালনো হয়। অমর একুশে গ্রন্থমেলা থেকে বাসায় ফেরার পথে তারা এ হামলার শিকার হন।

এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ।

এই হত্যাকাণ্ডের পরদিন অভিজিৎ রায়ের বাবা অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রতিক্ষণ /এডি/আরিফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G