অমর আমার বাংলা বর্ণমালা

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৭ সময়ঃ ১২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৩ অপরাহ্ণ

শারমিন আকতার:

Bangla letter

অ-তে অমর, আ-তে আমার, ই-তে ইতিহাস(অমর আমার ইতিহাস)। বাংলা ভাষা, এ শুধু ভাষা নয়, একটি জ্বলন্ত ইতিহাসের স্রোতধারা। এর প্রতিটি অক্ষরে মিশে আছে ভাষা শহিদদের রক্ত। আমাদের সবুজ তরুণ ভাষা সংগ্রামীরা লাল রক্ত দিয়ে লিখেছে বাংলার অ, আ, ক, খ। আমাদের জন্য, তোমাদের জন্য। আমরা হাল ধরেছি; এবার তোমাদের ধরতে হবে।

সময় পেড়িয়ে গেলে অনেক স্মৃতি বিস্মৃত হয়ে যায় আমাদের মানসপট থেকে। জমা হয় আবার নতুন স্বপ্নস্মৃতি। তবে সবকিছু ছাপিয়ে সমস্ত বিপদসংকুল পথ মাড়িয়ে একুশ মাথা উঁচু করে দাঁড়াবেই। কারণ সমস্ত ভাষা সংগ্রামীরাই একুশের পথ চলার প্রেরণা।

এত বিচিত্র সুন্দর বর্ণমালা ভুলে যাবে কী করে? চেয়ে দেখ প্রতিটি বর্ণে লুকিয়ে আছে রক্তাক্ত মিছিলের গল্প, ১৪৪ ধারা অমান্য করে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর গল্প। নানান অক্ষরে মুখর হয়ে উঠে সেদিনের সব ব্যালট-ফ্যান্টুন।

জিন্নাহ বলেছিল, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আজ তা ভুল প্রমাণিত হয়েছে। বাংলা ভাষা শুধু স্বাধীন বাংলাদেশের নয়; পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত বাঙালির প্রাণের ভাষা।

বাংলা; আমার স্বদেশ, প্রিয় বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ, ৫২’র ভাষা আন্দোলনের রক্তমাখা ইতিহাসের অংশ নয় বরং কলঙ্কময় অধ্যায়ের এক নাম।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G