অরাজকতার উদ্দেশ্যে ব্যাংকে হামলা চালায় জঙ্গিরা

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৫ সময়ঃ ২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

police1সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে টঙ্গির কোনাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

আটকেরা হলেন- বাবুল সরদার (৩২) ও মিন্টু প্রধান (২৮)।

গ্রেফতার দুইজনের কাছ থেকে বোমা তৈরির কাজে ব্যবহূত আধুনিক মেশিন, গান পাউডার, ওমেগা ওয়েট মেশিন, স্পিন্টার, ৪টি চাপাতি, ৮টি ডেগার, ১টি পিস্তলের ম্যাগিজ, ২টি মোটরসাইকেল, বিভিন্ন ধরনের জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

asoliaশুক্রবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান  এ তথ্য জানান।

নুরুজ্জামান বলেন, আটক ২ জঙ্গি পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ব্যাংক ডাকাতি তাদের উদ্দেশ্য ছিলো না। দেশে অরাজকতা সৃষ্টির জন্যই এ ধরনের হামলা চালানো হয়েছে।

তিনি দাবি করেন, আটকেরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। অপরাধীরা তাদের সুবিধার্থে একেক সময় একেক নাম ব্যবহার করে। তারা ওই ব্যাংকে যেসব বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সেসব বোমা এর আগে কোথাও পাওয়া যায়নি। এগুলো বাইরে থেকে আমদানি করা।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকে ডাকাতদের গুলি ও বোমায় ব্যাংক ম্যানেজার, গ্রাহক ও নিরাপত্তাকর্মীসহ আটজন প্রাণ হারান। আহত হন কমপক্ষে ২০ জন। ঐদিন সন্ধ্যায় ১ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বুধবার সকালে ১২ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G