অস্ট্রিয়াগামী ৫০ জনের মৃতদেহ উদ্ধার

প্রকাশঃ আগস্ট ২৭, ২০১৫ সময়ঃ ৮:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

trackঅস্ট্রিয়ার পূর্বাঞ্চলের বার্গারল্যান্ড প্রদেশে একটি ট্রাকের ভেতর থেকে অন্তত ৫০ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার প্রদেশটির একটি শহরে পরিত্যক্ত ট্রাক থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।

তবে মৃতদেহের সঠিক সংখ্যা জানাতে পারেননি কর্মকর্তারা। খবর বিবিসি ও আল জাজিরার।

দেশটির হাঙ্গেরী সীমান্তের কাছে একটি প্রধান সড়কে পরিত্যক্ত একটি ট্রাক থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি বুধবার থেকে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকলেও বৃহস্পতিবার এটি কর্মকর্তাদের নজরে আসে।

পরে ট্রাকটি থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। অস্ট্রিয়ার পুলিশ এ ঘটনাকে ভয়াবহ বলে মন্তব্য করেছে।

মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছে। মৃতদেহগুলি অভিবাসন প্রত্যাশীদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জোহান্না মিক লাইনার এক সংবাদ সম্মেলনে দিনটিকে কালো দিবস হিসেবে মন্তব্য করেছেন।

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G