অ্যাপলে সেলফির জন্য বিশেষ অ্যাপ

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

201756241b7854b427c4b8bfd52d2f10-1শুধুমাত্র সেলফির জন্য ইগো নামে অ্যাপলের অ্যাপ-স্টোরে বিশেষ একটি অ্যাপ্লিকেশন যোগ করা হয়েছে।ব্যবহারকারীরা অ্যাপ-স্টোর থেকে  ফ্রি ডাউনলোড করতে পারবেন অ্যাপটি।

স্যাম ওয়াটারস অ্যাপটি তৈরি করেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, মানুষ প্রচুর সেলফি তুলে থাকেন। তবে বেশিরভাগ মানুষই তাদের সামাজিক যোগাযোগ সাইটে এসব সেলফি আপলোড করতে চান না বিব্রত হতে পারেন বলে। তাই ইগো অ্যাপটি তৈরি করা হয়েছে যেখানে শুধু সেলফি থাকবে।

তিনি  বলেন,মানুষের সহজাত বিষয় হলো নিজেকে দেখানো। আর নিশ্চয় সবসময় আপনার সঙ্গে ফটোগ্রাফার থাকবে না সুন্দর মুহূর্ত ধরে রাখার জন্য।
ইগো অ্যাপে ব্যবহারকারী তার সেলফি দিয়ে একটি পোর্টফোলিও তৈরি সহ নিজেকে নিয়ে একটি স্টোরি বুক তৈরি করতে পারবেন।

ছবি আপলোডের পর ব্যবহারকারীর ফিড থেকে বন্ধুরা তা দেখতে পারবেন। যদি তারা ছবি পছন্দ করেন তবে বোস্ট ইউর ইগোতে ক্লিক করবেন।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G