অ্যাপেনডিক্স ফেলে দিলে উর্বরতা বাড়ে!

প্রকাশঃ আগস্ট ২, ২০১৬ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

fff

যেসব নারী অ্যাপেনডিক্স ও টনসিলের সমস্যায় ভুগছেন তাদের জন্য সুখবর! মানবদেহের এ দুটি প্রত্যঙ্গ ফেলে দিলে নারীদের উর্বরতার হার বাড়ে!

যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রায় পাঁচ লাখ ব্রিটিশ নারীর ডাক্তারি নথি বিশ্লেষণ করে ঐ সিদ্ধান্তে পৌঁছান। ‘উর্বরতা ও বন্ধ্যাত্ব’ নামের বিজ্ঞান সাময়িকীতে এ-সংক্রান্ত নিবন্ধটি প্রকাশ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, ঐ গবেষণা চিকিৎসা বিজ্ঞানে নতুন দুয়ার খুলে দেবে। তবে নারীদের পরামর্শ দিয়ে তাঁরা বলেছেন, এ কারণে অপ্রয়োজনে অ্যাপেনডিক্স ও টনসিল ফেলে দেওয়ার দরকার নেই।

গবেষক দলের একজন ড. সামি শমি বলেন, এর আগে অনেকেরই ধারণা ছিল, অস্ত্রোপচার করে অ্যাপেনডিক্স সরিয়ে ফেললে নারীদের গর্ভধারণের হার কমে। কিন্তু নতুন এই গবেষণা প্রমাণ করেছে, ঐ ধারণা ঠিক নয়। বরং অ্যাপেনডিক্স ও টনসিল ফেলে দিলে নারীদের উর্বরতার হার বাড়ে।

গবেষক দল তাঁদের নিবন্ধে বলেছেন, অনেক সময় টনসিল ও অ্যাপেনডিক্স শরীরে প্রদাহ সৃষ্টি করে। তা নারীদের ডিম্বাশয় ও জরায়ুর ওপর নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। ফলে এ দুটি প্রত্যঙ্গ ফেলে দিলে গর্ভধারণের হার বাড়ে।

এ বিষয়ে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান পেসি বলেন, গর্ভধারণের হার বিষয়ে এ গবেষণাটি বেশ আগ্রহোদ্দীপক। এ আবিষ্কারের ফলে চিকিৎসক ও বিজ্ঞানীরা গর্ভধারণের চিকিৎসায় এসব বিষয় নিয়ে নতুন করে ভাববেন।

=====

প্রতিক্ষণ/এডি/একে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G