আইনজীবীদের হাতে কামারুজ্জামানের রায়ের সার্টিফাইড কপি
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি পেয়েছে আসামীপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে কামারুজ্জামানের আইনজীবীরা সার্টিফাইড কপি হাতে পেয়েছেন বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন এ্যাডভোকেট শিশির মো. মনির।
১৮ ফেব্রুয়ারি ৫৭৭ পৃষ্ঠা সম্বলিত কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করেন আপিল বিভাগ।
গত বছরের ৩ নভেম্বর তৎকালিন জ্যেষ্ঠ বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন।
বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন—বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
প্রতিক্ষণ/এডি/রবি