আইফোন ব্যবহারকারীদের এ্যাপেল এ্যাকাউন্টস হ্যাক
প্রতিক্ষণ ডেস্ক
একটি দুঃসংবাদ আইফোন ব্যবহারকারীদের জন্য। সারাবিশ্বের প্রায় আড়াই লাখ আইফোন ব্যবহারকারীদের এ্যাপেল এ্যাকাউন্টস হ্যাক করেছে হ্যাকাররা।
ক্ষতিকর ম্যালওয়ার ভাইরাসে তাদের ব্যবহার করা মোবাইলগুলো আক্রান্ত হয়েছে। যা পরিচিতি পেয়েছে কিরাইডার ভাইরাস নামে। নিরাপত্তার জন্য যে জেলব্রেক কোড রয়েছে তা ভেঙে এ্যাপেলের শক্তিশালী এ্যাকাউন্টস হ্যাক করতে সক্ষম হয়েছে হ্যাকাররা। ক্ষতিকর ভাইরাস কিরাইডারের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে।
আইফোন ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না তারা। যদিও সবকিছু অপশন অনুযায়ী হয়। কিন্তু সব শেষে ফলাফল শূন্য। কারণ ভাইরাস নষ্ট করে দিচ্ছে সবকিছু।
এই ব্যাপারে পালও আলটো নেটওয়ার্ক জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের আইফোন ব্যবহারকারীর ফোন এই ক্ষতিকর ভাইরাসের প্রভাবে আক্রান্ত হয়েছে। দেশগুলো হচ্ছেঃ ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ইসরাইল, ইতালি, স্পেন, সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকা। ভাইরাসের কারণে ইউজার নেম, পাসওয়ার্ডসহ আরও গুরুত্বপূর্ণ কিছু অপশন অকেজো হয়ে গেছে। মূলত ফোনের জেলব্রেক কোডে প্রবেশ করেই আইফোনের এ্যাপেল এ্যাকাউন্টসগুলো হ্যাক করেছে হ্যাকাররা।
আপনার জেলব্রেক কোডটি যদি অক্ষত থাকে এবং পুরোপুরি আপনার নিয়ন্ত্রণেই আছে আইফোনের সবগুলো অপশন তবে আপনি নিরাপদে রয়েছেন। তাই আগে থেকেই আরও সতর্ক থাকুন মালওয়ার ভাইরাস থেকে, যা কিরাইডার নামে পরিচিত। আপনার মোবাইলে তা যেন প্রবেশ করতে না পারে।
প্রতিক্ষণ/এডি/এ এম