আগামী বাজেট ৩ লাখ কোটি টাকার

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৫:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Muhithঢাকা: আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ‘আসন্ন এই বাজেটের আকার ৩ লাখ কোটি টাকার কাছাকাছি হবে। তবে এখনো সঠিক ফিগারটি নির্ধারণ হয়নি।’

এবারের বাজেটে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ আর থাকছে না। আর বিশেষ গুরুত্ব দেওয়া হবে রেলওয়ে খাতে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অর্থনীতিবিদ ও বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এস এ মোর্শেদ, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন, অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ আলি, সাধারণ সম্পাদক অধ্যাপক জামান, অর্থনীতিবিদ আহসান এইচ মনজুর ও বিআইডিএস’র নাজনীন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G