আচরণবিধি ভাঙ্গলেন সুরঞ্জিত
নিজস্ব প্রতিবেদক
সিটি নির্বাচনে ভোট চাওয়ার সময় রোববার শেষ হলেও সোমবার এক অনুষ্ঠানে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইলেন দলের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে ইলিশ ও টেবিল ঘড়ি মার্কায় ভোট চান তিনি।
নৌকা সমর্থকগোষ্ঠী নামের একটি সংগঠন ওই সভার আয়োজন করে।
সভায় সুরঞ্জিত বলেন, কালকেই তো নির্বাচন, আপনারা ভোট দিতে যাবেন তো ? কিসে ভোট দেবেন? এ সময় কেউ বলে ‘ইলিশ’ আবার কেউ টেবিল ঘড়ি বলে সাড়া দেন।
তখন তিনি বলেন, এখানে দেখি ঘড়ির ভোটার বেশি। ঘড়ি আর ইলিশ। ইলিশ মাছের চেয়ে তো কোনো ভাল মাছ নেই।
সাবেক এই রেলমন্ত্রী বলেন, অতীতে ৫ সিটি নির্বাচনে পাঁচটাই বিএনপি জিতেছে। তখন আপনি জ্বালাও-পোড়াও শুরু করেননি। এবারের নির্বাচনে আপনার নাশকতার রাজনীতির জবাব গণতান্ত্রিক মানুষ দেবে।
এ সময় ড. খন্দকার এমদাদুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু।
প্রতিক্ষণ/এডি/নুর