বিশ্বের নামীদামী ১২৫টি শহরের মধ্যে কানাডার মন্ট্রিলকে শিক্ষার্থীদের জন্য সেরা শহর বলে বিবেচনা করা হচ্ছে। চার বছর ধরে ফ্রান্সের রাজধানী প্যারিস শীর্ষস্থানটি ধরে রেখেছিল। কিউএস নামক সংস্থার বার্ষিক জরিপে এই র্যাকিং প্রকাশ করা হয়।
কানাডা আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য খুবই আকর্ষণীয় দেশ। পার্শ্ববর্তী যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসীদের নিয়ে কড়াকড়ি আরোপ করায় সবাই এখন কানাডার দিকে ঝুঁকছে। কানাডায় ইংরেজি এবং ফরাসি দুই ভাষায় উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ রয়েছে।
এই জরিপটি এমন সব শহরের উপর করা হয়েছে যাদের জনসংখ্যা আড়াই লাখের উপরে এবং যেখানে কমপক্ষে দুটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান, ছাত্রছাত্রীদের জন্য আবাসন সুবিধা, শিক্ষাব্যয়, কাজ করার সুযোগ, শহরের জনসংখ্যা ও নিরাপত্তা- ইত্যাদি মানদণ্ডের ভিত্তিতে জরিপটি অনুষ্ঠিত হয়। মন্ট্রিল ছাড়াও কানাডার আর দুইটি শহর ভেনকুবার ১০ম স্থানে ও টরেন্টো ১১তম স্থানে রয়েছে।
প্রতিক্ষণ/এডি/নাজমুল