আবারও জাপানে ভূমিকম্প-সুনামি

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৬ সময়ঃ ১১:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ণ

japan-earthquakeজাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর সুনামিও আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে ভূমিকম্প হয়। এরপর আঘাত হানে সুনামি। ভূমিকম্পে একটি পারমাণবিক স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী টোকিওতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ফুকুশিমা উপকূলের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কোনো নিহত বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের খবরে বলা হয়, ফুকুশিমার ৭০ কিলোমিটার উত্তরে সেন্দাই এলাকার আশপাশে সাড়ে চার ফুট উচ্চতার সুনামি লক্ষ করা গেছে।

হাইওয়াই দ্বীপপুঞ্জের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, সুনামির আশঙ্কা অনেকটাই কেটে গেছে। কেন্দ্রের পক্ষ থেকে আরো বলা হয়, আগামী কয়েক ঘণ্টায় জাপানের বিভিন্ন উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ওঠানামা করতে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস শুরুতে ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করেছিল ৭ দশমিক ৩। পরে তা কমিয়ে ৬ দশমিক ৯ প্রকাশ করে সংস্থাটি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G