আবারও ঢাকায় শ্রাবন্তী

প্রথম প্রকাশঃ জুন ২১, ২০১৬ সময়ঃ ৫:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

shakib_srabontiআসন্ন রোজার ঈদে দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে ‘শিকারী’ ছবিটি। তারই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।

জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার আমন্ত্রণে শ্রাবন্তীর এই সফর। ঈদে মুক্তি প্রতীক্ষিত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র প্রচারে অংশ নিবেন তিনি। সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত ছাড়াও শ্রাবন্তী তার নায়ক শাকিবকে সঙ্গে নিয়ে বেশ কিছু টিভি চ্যানেলে হাজির হবেন ছবির প্রচারণার জন্য।

সব আনুষ্ঠানিকতা মিটিয়ে আগামী ২৩ জুন সকালের ফ্ল্যাইটে কলকাতা ফিরে যাবেন। উল্লেখ্য, ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ ব্যানারে নির্মিত হয়েছে ‘শিকারী’ ছবিটি। উল্লেখ্য, শিকারী ছবি ছবির মহরতের সময় এর আগে প্রথমবার ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী ।

প্রতিক্ষণ/এডি/এস টি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G