আবিষ্কৃত হলো কৃত্রিম মস্তিষ্ক !

প্রকাশঃ আগস্ট ৩১, ২০১৫ সময়ঃ ৪:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৩ অপরাহ্ণ

artificial-intelligence

তথ্য প্রযুক্তি ডেস্ক ॥ এবার মানব মস্তিষ্ক তৈরি করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা এই প্রথম ল্যাবরেটরিতে মানব মস্তিষ্ক তৈরি করতে সমর্থ হয়েছেন। আর সেই মস্তিষ্ক অনেকটা পেনসিল বক্সে থাকা ইরেজারের মতোই দেখতে।

 

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ৫ সপ্তাহ বয়সী ভ্রূণের মস্তিষ্কের সঙ্গে আবিষ্কৃত মানব মস্তিষ্কের অনেকটা মিলও রয়েছে। এরমধ্যে যে নিউরোনগুলো থাকার কথা, তার ৯৯ শতাংশই ল্যাবরেটরিতে তৈরি মস্তিষ্কে রয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।artificial_intelligence যে কারণে অ্যালঝেইমারস, পারকিনসনস, অর্টিজমের মতো অনেক রোগ সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে ও তা সহজেই নিরাময় করা সম্ভব হবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। ছোট আকৃতির এই মস্তিষ্কটি তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক রেনে আনন্দ বিষয়টি সম্পর্কে বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগ নিরাময়ের পথ খুঁজছি। বলা যায়, সেই প্রয়াসেরই ফলশ্রুতিতে এই মস্তিষ্ক গঠনে আমরা সক্ষম হয়েছি। আমাদের উদ্দেশ্য সফল হবে আশা করি।

brain
এই গবেষণার একটি ভালো দিক হলো, অ্যালঝেইমারস, পারকিনসনস, অর্টিজমের মতো অনেক কঠিন রোগ সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে। তাছাড়া খুব সহজেই এইসব রোগ নিরাময় করা সম্ভব- এমনটিই আশা করছেন বিজ্ঞানীরা।

তথ্যসুত্র : dailymail.co.uk

 

প্রতিক্ষণ/এডি/এস.টি.

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G