আমদানি বাড়লেও স্থিতিশীল স্থানীয় বাজার

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৪:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৯ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

peajহিলি স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হলেও এর প্রভাব পড়ছে না স্থানীয় বাজারে। গত দুই দিনের ব্যবধানে খোলাবাজারে এই নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা জানান, দু’দিন আগে হিলি স্থলবন্দর এলাকায় প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩২ টাকায়, আর বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে।

তারা বলছেন, পূজা উপলক্ষে এক সপ্তাহ আমদানি বন্ধ থাকায় চাহিদার সাথে দাম বেড়েছে পণ্যটির। দু’এক দিনের মধ্যেই দাম আবার স্বাভাবিক হবে বলেও জানান তারা।

এদিকে, হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পূজার ছুটির পর এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। গত এক সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে ৩ হাজার ৮শ ৪০ মেট্রিক টন।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G