আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ বেনাপোল স্থলবন্দরে

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Benapole_2_634442066ভারতে হোলি উৎসবের কারণে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাংলাদেশে এ বিষয়ে কোনো ছুটি না থাকায় বেনাপোল বন্দর এলাকায় পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান বাংলানিউজকে জানান, বাণিজ্য বন্ধের বিষয়ে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ আমাদের লিখিত ভাবে কিছু জানায়নি। তবে হোলি উৎসবের কারণে প্রতিবছর এদিনে ভারত থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে বাণিজ্য বন্ধ রয়েছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল আটটা থেকে পুনরায় বাণিজ্য শুরু হবে।

বাংলাদেশে এ বিষয়ে কোনো ছুটি না থাকায় বেনাপোল বন্দর ও কাস্টমস খোলা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/জীবন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G