“আমি কখনো সন্ত্রাসবাদে মদদ দেইনি”

প্রকাশঃ জুলাই ১৬, ২০১৬ সময়ঃ ১০:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1468129657zakir-naik-closeup

সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ভারতের ইসলামি বক্তা জাকির নায়েক। তিনি বলেছেন, ‘আমি ২৫ বছর ধরে জনগণের সামনে বক্তৃতা দিচ্ছি। কিন্তু আমি কখনো সন্ত্রাসবাদে মদদ দেইনি।’ সৌদি আরবের পবিত্র মদিনা নগরী থেকে গতকাল শুক্রবার সকালে স্কাইপিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অনেক জল্পনা-কল্পনার পর শুক্রবার সকালে সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সে মুম্বাইয়ের মাজাগান গার্ডেন এলাকার বাঙ্কুয়েট হলে উপস্থিত সাংবাদিকদের সামনে হাজির হন জাকির নায়েক। গত সপ্তাহে তার ভারত ফেরার কথা থাকলেও সেই সফর বাতিল করেন তিনি। এ বছর আর ভারতে ফিরবেন না বলে জানিয়েছেন জাকির নায়েক।

গত ১ জুলাই ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর অভিযোগ ওঠে, জঙ্গিরা ডা. জাকির নায়েকের বক্তব্য শুনে প্রভাবিত হয়েছে। তারা নিয়মিত জাকির নায়েকের বক্তব্য শুনতো। এর জের ধরে গত সপ্তাহে বাংলাদেশ ও ভারতে জাকির নায়েকের টিভি চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এমনকি ভারত ফিরে আসলে জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত করা হবে বলেও দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।

গুলশানে হামলাকারীদের কারো সঙ্গে কখনো দেখা হয়েছে কি না জানতে চাইলে জাকির নায়েক বলেন, ‘ আমি জ্ঞাতসারে কখনোই কোনো জঙ্গির সঙ্গে দেখা করিনি। তবে যদি কোনো লোক আমার পাশে দাঁড়িয়ে আমার সঙ্গে ছবি তুলতে চায়, আমি কেবল হাসি উপহার দেই। আমি জানি না তারা কে। আমি প্রতি মাসে হাজারো লোকের সঙ্গে দেখা করি।’

নিজের বক্তব্য মিডিয়াতে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করেন জাকির নায়েক।

আত্মঘাতী হামলা ইসলাম সমর্থণ করে না উল্লেখ করে ডা. নায়েক বলেন, ‘ আত্মঘাতী বোমা হামলায় যেখানে নিরাপরাধ লোককে হত্যা করা হয়, তা ইসলাম কখনোই সমর্থণ করে না। এটা ভুল।’

নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘ আমি একটি পেনড্রাইভ দিবো, যাতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগের জবাব দেওয়া হয়েছে। বিতর্কিত মানসিকতা পরিত্যাগ করে এটি দেখুন, আমাকে আপনারা নির্দোষ হিসেবেই দেখতে পাবেন।’

এ বছর নিজ দেশ ভারতে ফিরবেন না বলে জানালেও জাকির নায়েক পুরো সময়টা কোথায় কাটাবেন, সে ব্যাপারে কিছু বলেননি। যুক্তরাজ্য ও কানাডার মতো কয়েকটি দেশে তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা আছে। ঢাকায় জঙ্গি হামলার পরপরই ভারতের কেন্দ্রীয় ও মহারাষ্ট্র সরকার তাঁর বিরুদ্ধে কয়েকটি তদন্ত শুরু করেছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G