আমি চাই বদরুলের শাস্তি হোক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৭ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫২ অপরাহ্ণ

Khadijaসাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) প্রায় তিন মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ বাড়ি সিলেটের আউশায় ফিরেছেন কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস।

শুক্রবার দুপুর সোয়া ১টায় বিমানযোগে ঢাকা থেকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান খাদিজা। এসময় তার সঙ্গে ছিলেন বাবা মাশুক মিয়া। এরপর সেখান থেকে তারা সরাসরি সদর উপজেলার আউশা গ্রামের নিজবাড়িতে চলে যান।

বাড়ি ফিরে তার ওপর হামলাকারী শাবি ছাত্রলীগ নেতা বদরুল আলমের শাস্তি দাবি করেছেন খাদিজা। তিনি সাংবাদিকদের বলেন, আমি চাই বদরুলের বিচার দ্রুত শেষ হোক। তার শাস্তি হোক।

আগামী ২৬ ফেব্রুয়ারি রোববার খাদিজা হত্যাচেষ্টা মামলায় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেয়ার কথা রয়েছে তার। এর আগেও সাক্ষ্য দেয়ার কথা থাকলেও চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি খাদিজা।

খাদিজাকে হত্যাচেষ্টার মামলায় বদরুল এখন কারাগারে রয়েছেন। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। ঘটনার পর তাকে বিশ্ববিদ্যালয় থেকে ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G