আল কায়েদার মতো কাজ করছে বিএনপি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৪:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৮ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

tofayelঅবরোধ-হরতালের নামে বিএনপি যা করছে তা আল কায়েদার মতো বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘আরাফাত রহমান কোকো মারা গেছেন। বেগম জিয়া তার মুখে হাত দিয়ে আদর করেছেন। কিন্তু পেট্রোল বোমার আঘাতে যাদের মুখ পুড়ে গেছে তাদের মুখে এটা করা যায় না। তাই এ ধ্বংসাত্মক কাজ থেকে তাদের সরে আসা উচিৎ।’

বৃহস্পতিবার সচিবালয়ে চামড়াজাত পণ্য রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বেগম জিয়া ও তার দল মানবতাবিরোধী অপরাধ করছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘তাদের এটা প্রত্যাহার করতে হবে। অবরোধ-হরতাল করে তারা কোনো কিছু আদায় করতে পারবে না।’

মন্ত্রী বলেন, ‘হরতাল-অবরোধ গণতান্ত্রিক অধিকার। কিন্ত পেট্রোল বোমা মারবেন কেন?’

গতকাল পুলিশের এক অনুষ্ঠানে সন্ত্রাস দমনে যেকোনো ব্যবস্থা নেয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এর জন্য যা কিছু হয় এর দায়িত্ব তার। এর মানে কী বেগম জিয়াকে গ্রেপ্তার করা হবে -এমন প্রশ্নের  জবাবে তোফায়েল বলেন, ‘এর অর্থ হলো সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা।’

সন্ত্রাসী কার্যকলাপকে রাষ্ট্রের বিরুদ্ধে কার্যকলাপ বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব, বিজিবি প্রধান এবং আইজিপির দেয়া বক্তব্যকেও সমর্থন করেন তোফায়েল।

এদিকে চামড়াজাত পণ্য রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তোফায়েল বলেন, ‘এখনো রপ্তানির অর্ডার ঠিক আছে। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সমস্যা হবে।’

প্রতিক্ষণ /এডি/নাহার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G