আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২০
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
শিল্পাঞ্চল আশুলিয়ার চারাবাগ এলাকার পলমল গ্যাস লাইটার কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে অন্ততঃ ২০ শ্রমিক দগ্ধ হয়েছেন।
দুর্ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঘটে। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল-সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর কারখানার শ্রমিকরা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে তারা দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দগ্ধরা হলেন- মেরিনা (১৯), সুরমা (২১), রোজিনা (২০), ময়না (১৯), রেবেকা (১৮), মাজেদা (২৩), রেশমা (২০) ও সেলিনা (২২) রেসমা (৩৫), হাসিনা (২৭), রোকসানা (১৭), মিতু (১৮),নিলা আক্তার (২০) । বাকিদের নাম জানা যায়নি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলিন্ডার থেকে লাইটারে গ্যাস ভরার সময় হঠাৎ তা বিস্ফোরিত হয়। এ সময় পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ২০ শ্রমিক দগ্ধ হন।
তিনি আরও জানান, দগ্ধদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। –
কারখানার দগ্ধ শ্রমিক রেসমা জানান, কারখানায় কাজ করার একপর্যায়ে সেখানে থাকা সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা দগ্ধ হয়।
প্রতিক্ষণ /এডি/সিয়াম