আসছে ‘স্বপ্ন’ পূরণের বাজেট

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

rajih_466x262_focusbangla২০১৫-১৬ অর্থবছরের নতুন বাজাটের আকার তিন লাখ কোটি টাকা হতে পারেে এমন আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় সংসদে মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট এটি। ৪ জুন প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী যা পাস হবে ৩০ জুন।

২০১৫-১৬ অর্থবছরের বাজেটের অংক ঠিক না হলেও  সম্ভব্য আকার দুই লাখ ৮০ হাজার থেকে তিন লাখ কোটি টাকার মধ্যে হতে পারে বলেও অর্থমন্ত্রনালয় সূত্রে জানা গেছে।

এবারের বাজেট হবে বাংলাদেশের জন্য মাইলফলক কারণ, এবারের বাজেটের মাধ্যমে আশার মুখ দেখবে বহুল আলোচিত স্বপ্নের পদ্মাসেতু, মেট্রোরেল ও নগরীতে প্রস্তাবিত বেশ কয়েক ফ্লাইওভার নির্মান কাজের অগ্রগতি। এ প্রকল্পগুলোর কাজের বড় এশটি অংশের কাজ হবে চলতি অর্থবছরের বাজেটের পাশকৃত অর্থ থেকে।

আরো জানা গেছে, দারিদ্র্য বিমোচন, সমাজিক নিরাপত্তা বেষ্টনীর (সোস্যাল সেফটি নেট) আওতা বাড়িয়ে অসহায়-গরিব মানুষকে সহায়তার মাধ্যমে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা, কৃষি খাতকে আরও সরক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার থাকবে।
চলতি বাজাটের চেয়ে ১৩/১৪ শতাংশ প্রবৃদ্ধি (বেশি) ধরে নতুন বাজেটের রূপরেখা ঠিক করে নতুন বাজেট প্রণয়নের কাজ শুরু করা হয়েছে।

চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের আকার ছিল দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G