আসছে মিররবিহীন ‘মিডিয়াম ফরম্যাট’ ক্যামেরা

প্রকাশঃ মার্চ ১, ২০১৭ সময়ঃ ৮:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Camera 01বিশ্বের প্রথম মিররবিহীন ‘মিডিয়াম ফরম্যাট’ ক্যামেরা নিয়ে আসছে সুইডেনের ক্যামেরা নির্মাণ সংস্থা ‘হ্যাসলব্লাড’। মিরর ছাড়া ক্যামেরা বের করার জন্য সাধারণ আকারের ক্যামেরা থেকে কিছুটা বড় আকারের সেন্সর ব্যবহার করা হয়েছে এতে।

ক্যামেরাটিকে মিররলেস বলার কারণ হচ্ছে, এর মাধ্যমে ইউজারকে ছবি তোলার সময় লেন্সে তাকাতে হবে না। এক্ষেত্রে, ইউজারকে নির্ভর করতে হবে টাচস্ক্রিনের নিচে দেওয়া একটি ছোট ইলেকট্রনিক ডিসপ্লের উপর।

মিডিয়াম ফরমেট- এই সেন্সরটি ৪৩.৮ মিলিমিটার X ৩২.৯ মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারে। সনি’র বানানো এই সেন্সরটি ৫০ মেগাপিক্সেল ধারণ ক্ষমতাসম্পন্ন এবং বড় মাপের ছবি অনেক উজ্জ্বলতার সঙ্গে আরও ভালোভাবে তোলার ক্ষেত্রে অনেক বেশী উপযোগী। প্রতিষ্ঠানটির লক্ষ্য পূর্বের থেকে আরও সহজে “আল্ট্রা হাই কোয়ালিটি’’ ‘-এর ছবি বানানো।

এদিকে, পেশাদাররা বলছেন, এই এক্সওয়ানডি নামের মডেলটি ছবি তুলতে এমনভাবে সহায়তা করবে, যা আরও বেশি চিত্রায়নের উপযোগী মনে হবে। এটি ক্রেতারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন।

জানা যায়, ভ্যাটসহ ক্যামেরাটির মূল্য ৭ হাজার ১শ ৮৮ পাউন্ড, যার মূল্য ক্যানন ফাইভ ডিএস মডেলের দামের দ্বিগুণ।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G