আসছে স্যামসাংয়ের নতুন ক্রোমবুক
প্রতিক্ষণ ডেস্ক:
নোটবুক হিসেবে জনপ্রিয়তায় অর্ধযুগ পার করলো ক্রোমবুক। এরই ধারাবাহিকতায়, এবার ক্রোমবুকে আসছে নতুন সংযোজন। স্বল্পমূল্য এবং মধ্যম ধাঁচের স্পেসিফিকেশনের নোটবুক কম্পিউটার হিসেবে ক্রোমবুকের পরিচিতি থাকলেও এবার ক্রোমবুক আত্নপ্রকাশ করছে বেশ শক্তিশালী হার্ডওয়্যারে। আগামী মাসেই ব্যবহারকারীদের হাতে এই ক্রোমবুক প্রো তুলে দিতে যাচ্ছে টেক জায়ান্ট স্যামসাং।
৪ গিগাবাইট র্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজসহ এই ডিভাইসে থাকছে, অ্যাপলের ম্যাকবুকের মতো হাই-রেজ্যুলেশনের টাচস্ক্রিন এলইডি পর্দা । ক্রোমবুক প্রো হবে মাত্র ০.৫৫ ইঞ্চি পুরু এবং ওজন এক কেজির কিছু বেশি। সঙ্গে থাকছে দুটি ইউএসবি-সি পোর্ট। ৩.৫ মিমি হেডফোন জ্যাক, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ব্লু-টুথের মতো আইও সুবিধা।
ক্রোম ও এস অপারেটিং সিস্টেমে, ওয়েব ব্রাউজিং থেকে শুরু করে বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ চালানো যাবে অনায়াসেই। ক্রোমবুকের সঙ্গে থাকবে একটি টাচস্ক্রিন পর্দার উপযোগী পেন। যার ফলে, বিভিন্ন অ্যাপ আরো বেশি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। ৩৬০ ডিগ্রি কোণে বাঁকানো যাবে ক্রোমবুক প্রোকে। ফলে, ট্যাব হিসেবেও ব্যবহারে কোনো সমস্যা থাকবে না। এটির দাম নির্ধারণ করা হয়েছে ৫৪৯ মার্কিন ডলার । বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৪ হাজার টাকা।
প্রতিক্ষণ/এডি/এস.টি