ইট-বালি খেকো মানব

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৭ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

05ভারতের বাসিন্দা পাক্কিরাপ্পা হুনাগান্ধি। ৩০ বছর বয়সী এই মানুষটিকে দেখে স্বাভাবিক মনে হলেও এ ধারণা একেবারেই পাল্টে যাবে তার খাদ্যাভাস দেখার পর। খিদে পেলে মানব খাদ্য নয়, জড়বস্তুর প্রতি আকৃষ্ট হন হুনাগান্ধি। আর তাই, খাবার তালিকায় ভাত, মাছ-মাংস,  সবজির পরিবর্তে রয়েছে  ইট, বালি, মাটি, সিমেন্ট । প্রতিদিন তিন কিলো করে ইট, বালি, মাটি খেয়ে থাকেন হুনাগান্ধি। খাদ্যাভাবে নয় খাদ্যাভাসের কারণে ১০ বছর বয়স থেকেই এই কাজটি করে আসছেন তিনি।

03শক্ত ইট খেয়ে ফেলাও হুনাগান্ধির কাছে এখন সহজ একটি ব্যাপার। অস্বাভাবিক এই কাজটি প্রসঙ্গে তিনি জানান,

‘‘ এটি আমার অভ্যাস। আমি এগুলো না খেয়ে থাকতে পারি না। আমাকে যদি চিকেন ফ্রাই এনে দিলেও আমি এগুলো খাব।’’

হুনাগান্ধির অদ্ভূত এই কান্ড দেখতে আশেপাশের লোকজন প্রায়ই তার বাড়িতে ভিড় জমায়। অনেকেই এ কাজ থেকে হুনাগান্ধিকে বিরত থাকতে বললেও তা মানেননি তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত খ্যাদাভাস রোগ। মানসিক রোগ থেকেই অস্বাভাবিক খাদ্যাভাসের এই রোগটি হয়ে থাকে।

এদিকে ইট, বালি, মাটি খাওয়ার এই দক্ষতা পুরো ভারত জুড়ে ঘুরে ঘুরে প্রদর্শন করে বাড়তি উপার্জনের পরিকল্পনাও করছে হুনাগান্ধি।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G