ইতালিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৪৭ ছাড়িয়েছে

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৬ সময়ঃ ৯:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

earthquake

ইতালিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৭ জন ছাড়িয়েছে।  বুধবার ৬.২ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সেন্ট্রাল ইতালির পাহাড়ি এলাকাগুলোতে ভূমিকম্পের আঘাত ছিল বেশি। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপে আটকে পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে ২৪৭ জনের বেশি মানুষের মৃত‌্যু হয়েছে; আহত হয়েছে অন্তত ৩৬৮ জন। স্থানীয় সময় বুধবার ভোররাত ৩টা ৩৬ মিনিটে উমব্রিয়া অঞ্চলের পেরুজিয়া প্রদেশে আঘাত হানে ছয় দশমিক দুই মাত্রার ওই ভূমিকম্প।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ‌্যা আরও বাড়ার আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। পার্বত্য এলাকার গ্রাম ও শহরগুলোতে এ ভূমিকম্প হওয়ায় উদ্ধারকাজ খুব কঠিন হয়ে পড়েছে। উদ্ধার কাজে নিয়োজিত আছেন চার হাজার তিনশর বেশি কর্মী।

earthquak

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো অ্যাকুমোলি, আমাত্রিসি, পোস্তা এবং আরকুয়াটা দেল টরোনটো।ভোররাতে প্রবল ঝাঁকুনিতে ভূমিকম্প উপকেন্দ্রের ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রাজধানী রোমের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়।

ভূমিকম্পটির যেখানে উৎপত্তি হয়েছে সেখান থেকে ১০০ মাইলেরও বেশি দূরে হওয়ার পরও তা ইতালির রোম শহরেও অনুভূত হয়েছে। আমাত্রিস ছাড়াও আকুমোলি, পোস্তা ও আরকোয়াটা ডেল ট্রন্টো শহরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

মধ্য ইটালিতে ক্ষয়ক্ষতি হলেও পুরো ইটালিজুড়েই ভূমিকম্প অনুভূত হয়। দিনভর আরো কিছু ভূকম্পন অনুভূত হয় ঐ এলাকায়। সাম্প্রতিক সময়ে ইটালিতে বড় ভূমিকম্প হয়েছিল ২০০৯ সালে, যাতে তিন শতাধিক মানুষ মারা যায়। এছাড়াও ২০১২ সালে নয় দিনের ব্যবধানে দুটি ভূমিকম্পে ২০ জনের বেশি নিহত হয়।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G