ইরানকে আবারও অস্ত্র দেবে রাশিয়া

প্রকাশঃ এপ্রিল ১৪, ২০১৫ সময়ঃ ৯:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Russiaইরানের ওপর আরোপিত আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

সোমবার বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, এই ঘোষণার মাধ্যমে ইরানে ক্ষেপণাস্ত্র সরবরাহের পথ সুগম করেছে রাশিয়া। একইসাথে ইরানের সঙ্গে তেলের বিনিময়ে পণ্যের বাণিজ্যও শুরু করেছে মস্কো।

পরমাণু অস্ত্র ইস্যুতে ২০১০ সালে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের ওপর। সেই থেকে ইরানকে ক্ষেপণান্ত্র সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।

ইরানের সঙ্গে বিশ্বশক্তির সমঝোতা চুক্তি হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে রাশিয়া। ইরান পরমাণু বোমা বানাবে না, এই শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হয় বিশ্বশক্তি (জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য ও জার্মানি)।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G