ইসরাইল ছাদে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিকে হত্যা করেছে

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০২৩ সময়ঃ ৩:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

অধিকৃত পূর্ব জেরুজালেমের কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনী অভিযানের সময় সমীর আসলান (৪১)-কে বাড়ীর ছাদে দাঁড়িয়ে থাকা অস্থায় গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরাইলি সেনাবাহিনী এক ফিলিস্তিনি ব্যক্তিকে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা অবস্থায় হত্যা করেছে।

সমীর আসলান (৪১)-কে বৃহস্পতিবার ভোরে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত ঘোষণা করেছে। বলা হয়েছে তাকে কালান্দিয়া শরণার্থী শিবিরে বুকে গুলি করা হয়।

কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছে, আট সন্তানের পিতা আসলান তাদের বাড়ির ছাদে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দাঁড়িয়ে অভিযানটি দেখার সময় একজন ইসরাইলি স্নাইপারে গুলিবিদ্ধ হন।

তার ১৭ বছর বয়সী ছেলে রামজিকে ইসরাইলি সেনাবাহিনী তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করার প্রায় ১০ মিনিট পর তাকে হত্যা করা হয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জাকারিয়া ফায়ালেহ আল জাজিরাকে বলেছেন, গ্রেপ্তারের পর পুরো পরিবার ছাদে উঠেছিল কি ঘটছে তা দেখার জন্য যখন তারা উচ্চস্বরে চিৎকার শুনেছিল এবং তাদের অন্য এক ছেলে আহত হয়। সমীর, তার স্ত্রী, তিন মেয়ে এবং বেশ কয়েকজন ছেলে ছাদে ছিল যখন একজন ইসরাইলি স্নাইপার পরিবারকে লক্ষ্য করে গুলি চালায় এবং সমীরকে সরাসরি বুকে গুলি করে।”

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G