ইসরায়েলি ভূমি নিবন্ধন ঘোষণা : ফিলিস্তিনিদের গণ বহিষ্কারের হুমকি

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০২২ সময়ঃ ১২:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

ফিলিস্তিনিরা আশঙ্কা করছে সম্পত্তির মালিকানার দাবির সমাধানে ইসরায়েলের অব্যাহত পরিকল্পনা পূর্ব জেরুজালেমে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করবে।

মাহমুদ হাজ মাহমুদ ৫৬ শেখ জাররাহের অধিকৃত পূর্ব জেরুজালেম পাড়ায় তার সিমেন্টের বাড়ির উঠানের মাটিতে কার্পেট করা শত শত পাথর অপসারণ করতে পুরো সকাল কাটিয়েছেন।

তার আগের রাতে পাথর নিক্ষেপকারী ইসরায়েলিরা তার বাড়িতে আক্রমণ করেছিল। এর আগেই ফিলিস্তিনি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

ছয় সন্তানের বাবা মাহমুদ বলেছেন, “আমরা এখানে অনেক কষ্ট পাচ্ছি।” তার ১৯ বছর বয়সী ছেলে বর্তমানে ইসরায়েলের হাতে বন্দী।

মাহমুদ শেখ জাররাহের উম হারুন বিভাগে তার বাড়িতে ঘুরে বেড়ালেন এবং একটি সোফায় বসলেন। বলেন,”ইসরায়েলিরা আমাদের দরজায় এসে আমাদের বের করে দেওয়ার জন্য সঠিক মুহুর্তের জন্য অপেক্ষা করছে “

ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে তীব্র উত্তেজনা। তারা চায় শেখ জাররাহ শুধুমাত্র ইহুদিদের জন্য একটি প্রতিবেশী হোক।”

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G