ইয়েমেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪১ অপরাহ্ণ

আন্ত্রজাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

yemenইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি পদত্যাগ করেছেন।

দেশটির বিপ্লবী আনসারুল্লাহ বাহিনী প্রেসিডেন্ট প্রাসাদ দখল করার পর তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন।

মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী খালেদ বাহা পদত্যাগ করার কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট মানসুর হাদি ক্ষমতা ছাড়েন। তিনি ইয়েমেনের জাতীয় সংসদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

প্রেসিডেন্ট হাদির ভাষায়, দেশের ধ্বংসাত্মক ও জটিল রাজনৈতিক পরিস্থিতির মুখে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন।

এদিকে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে, সংসদ প্রেসিডেন্ট মানসুর হাদির পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছে এবং শুক্রবার জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকেছে।

এর আগে, বুধবার প্রেসিডেন্ট ও আনসারুল্লাহ বাহিনীর মধ্যে দেশের চলমান সহিংসতা বন্ধের বিষয়ে সমঝোতা হয়েছিল। গত ১৭ জানুয়ারি প্রেসিডেন্ট চিফ অব স্টাফ আহমাদ আওয়াদ বিন মুবারককে গ্রেফতার করে আনসারুল্লাহ বাহিনী।

এরপর থেকে দেশটিতে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মারাত্মক রাজনৈতিক সংকট দেখা দেয়।

প্রতিক্ষণ/এডি/রতন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G