ঊর্ধ্বমূখী কাঁচাবাজার
নিজস্ব প্রতিবেদক:
প্রথম রমজানেই রাজধানীর কাঁচাবাজারে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। ঊর্ধ্বমুখী কাঁচাবাজারে বেগুনসহ চড়া দাম শসা, লেবু, পেঁয়াজ ও অন্যান্য সবজির বাজারদর।
রমজানের প্রথম দিন হওয়ায় বাড়তি গরুর মাংসের দাম আরো এক দফা বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা। তবে গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত আছে মুরগির মাংসের দাম।
এক ক্রেতার অভিযোগ, রমজান এলেই প্রতিটি জিনিসের দাম বেড়ে যায়, এতে আমাদের ভোগান্তিতে পড়তে হয়। বাজার মনিটরিং করার কোনো লোক নেই।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মাংসের বাজার কিছুটা স্বস্তিতে থাকলেও মাছের বাজারে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। সব রকম মাছের দামই দ্বিগুণ বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। বিক্রেতারা বলছেন, মাছ বিক্রি করে শান্তি পাচ্ছেন না তাঁরা। বেশি দামে কিনে এনে কম দামে বিক্রি করতে হচ্ছে অনেক মাছই। বাজারে মাছের আমদানি ভালো থাকলেও অন্য দিনের তুলনায় মাছের দাম বাড়তি।
ইফতারে সবচেয়ে প্রচলিত সবজি বেগুন, শসা, লেবুর দাম আকাশছোঁয়া। প্রতি কেজি বেগুনের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। আর শসা-লেবুরদামও বেড়েছে দ্বিগুণের বেশি। বাড়তির তালিকায় পাল্লা দিয়ে চলেছে পেঁয়াজের দামও। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
এক ক্রেতা অভিযোগ করেন, যে শসা দুদিন আগে ১৫-২০ টাকা করে বিক্রি হয়েছে, সেই শসা আজ ৫০ টাকা। যেখানে ৩০-৩৫ টাকা কোনো জিনিসে বাড়তি রাখা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/নূর