উর্ধ্বমুখী দেশের শেয়ার বাজার
নিজস্ব প্রতিবেদকঃ
অবশেষে উর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ারাবাজার। দুই দিনের মূল্য সংশোধনের পর মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১.৮৯ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৭৯৭.১৭ পয়েন্টে। এর আগে চলতি সপ্তাহের দুই কার্যদিবসে সূচকের পতন হয়েছিল ৩৩ পয়েন্ট।
এদিকে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। সোমবার ডিএসইতে ৬৪৮ কোটি ২৩ লাখ টাকা লেনদেন হলেও মঙ্গলবার তা ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৭২০ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে ব্লক মার্কেটে ৭ কোম্পানির লেনদেন হয়েছে ২৬ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ১০৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা। দিনশেষে কোম্পানিটির ৩৫ কোটি ৯২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টের লেনদেন হয়েছে ৩১ কোটি ৪০ লাখ ৭৬ হাজার টাকা। ২২ কোটি ৮৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে বেক্সিমকো, খুলনা পাওয়ার, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, আর এ কে সিরামিকস, অলিম্পিক এক্সেসরিজ, আইডিএলসি।
ঢাকার শেয়ারবাজারে সুসময় ফিরলেও দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা খুব ভালো নয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসিএক্স ৫৫.৬৮ পয়েন্ট কমে দিনশেষে ৮৯৬২.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ৮৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া