উ. কোরিয়া প্লুটোনিয়াম উৎপাদন করছে: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
উত্তর কোরিয়া তাদের সম্প্রতি চালু করা একটি পারমাণবিক চুল্লিতে পুনরায় প্লুটোনিয়াম উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা।
এ ব্যাপারে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার সতর্ক করে দিয়ে বলেন, পিয়ংইয়ং অচিরেই পারমানবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম উৎপাদন করে ফেলবে। দেশটি আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিরও উদ্যোগ নিয়েছে।
সিনেট কমিটির মুখোমুখি হয়ে ক্ল্যাপার বলেন, এটি একটি প্লুটোনিয়াম রিঅ্যাকটর, যেখান থেকে পারমানবিক বোমার কাঁচামাল পাওয়া সম্ভব। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতি একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়ানোর পথে রয়েছে।
গত সেপ্টেম্বর মাসেই উত্তর কোরিয়া ইয়ংবিনের প্রধান পারমানবিক চুল্লির কার্যক্রম পুনরায় চালু করে। গত মাসে চতুর্থতম পারমানবিক অস্ত্র পরীক্ষা চালায় দেশটি।
প্রতিক্ষণ/এডি/এফটি