এএপি’র র‌্যালিতে কৃষকের আত্মহত্যা

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ৯:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Fermerভারতের রাজধানী নয়াদিল্লিতে আম আদমি পার্টির (এএপি) র‌্যালি চলার সময় এক কৃষক গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর বিবিসির।

ক্ষমতাসীন বিজেপি সরকারের ভূমি অধিগ্রহণ বিলের বিরোধিতা ও এর প্রত্যাহার চেয়ে বুধবার দিল্লিতে র‌্যালি বের করে এএপি। র‌্যালিতে যোগ দিতে রাজস্থান থেকে আসেন আত্মহননকারী গজেন্দ্র সিং নামে এই কৃষক।

কৃষকের গজেন্দ্র সিং র‌্যালি চলার সময় গাছে উঠে পড়েন। কিন্তু তিনি যে আত্মহত্যা করবেন, তা আগে থেকে বোঝা যায়নি। হঠাৎ গাছের ডালে ফাঁস দিয়ে ঝুলে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কংগ্রেস, এএপিসহ ভারতের সরকারবিরোধীরা ভূমি অধিগ্রহণ বিলকে কৃষকবিরোধী ও করপোরেট স্বার্থপুষ্ট বলে আখ্যায়িত করে এই বিল প্রত্যাহার করার দাবি জানিয়ে আসছে। এ নিয়ে র‌্যালি করেছে কংগ্রেসও।

প্রতিক্ষণ/এডি/এআই

 

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G