একসাথে কাজ করতে প্রস্তুত রাশিয়া ও ইরান
ইন্টারন্যাশনাল ডেস্ক
মস্কো সফররত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার মস্কোয় অনুষ্ঠিত এ সাক্ষাতে দেহকান ও পুতিন দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। জেনারেল দেহকান ইরান ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে ‘অত্যন্ত ভালো ও গঠনমূলক’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, তেহরান ও মস্কো ‘কৌশলগত ও দীর্ঘমেয়াদি’ সম্পর্ক উপভোগ করছে।
ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন দেহকান। তিনি বলেন, দ্বিপক্ষীয় এই সহযোগিতা আঞ্চলিক সহযোগিতার একটি উন্নত মডেল হতে পারে।
সাক্ষাতে প্রেসিডেন্ট পুতিন ইরানের সঙ্গে তার দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বলেন, দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তিগুলোর আওতায় এই সহযোগিতা আরো অনেক শক্তিশালী করা সম্ভব। আঞ্চলিক বিভিন্ন সংকটের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তেহরান ও মস্কো কৌশলগত ভূমিকা পালন করছে।
প্রতিক্ষণ/এডি্/অাস