একুশে টিভির মালিকানা পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) মালিকানা পরিবর্তন হয়েছে। বুধবার একুশে টেলিভিশনের বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস আলম গ্রুপের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম। আর ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন আব্দুস সোবহান গোলাপ। একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ইব্রাহীম আজাদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। চ্যানেলটির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম বর্তমানে কারাগারে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি আইনে করা এক নারীর মামলায় গত জানুয়ারিতে আবদুস সালাম গ্রেফতার হন।
বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিচালক পদে কে এম শহীদ উল্লাহ, সুব্রত কুমার ভৌমিক, সাব্বির বিন শামসু ও রবিউল হাসান, সমাজ কল্যাণ পরিচালক ফারজানা পারভীন এবং মার্কেটিং এসোসিয়েট সমন্বয়কারী হিসেবে মোহাম্মদ মোর্শেদ দায়িত্ব পালন করবেন।
একুশে টেলিভিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর ১২ ধারা অনুযায়ী আদালতের নির্দেশক্রমে গত ৮ অক্টোবর নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে এস আলম গ্রুপ কর্তৃপক্ষ একুশে টেলিভিশন লিমিটেড- এর শেয়ার, ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, লোগো ইত্যাদিসহ সব কিছু ক্রয় করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ নভেম্বর থেকে নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।
প্রতিক্ষণ/এডি/এনজে