এক লেখিকার স্মরণানুষ্ঠানে আরেক লেখিকার মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৭ সময়ঃ ১০:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪১ পূর্বাহ্ণ

writerচট্টগ্রাম প্রেসক্লাবে কথাসাহিত্যিক ফাহমিদা আমিনের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার পর অসুস্থ হয়ে লেখিকা জেসমিন খান মারা গেছেন।

 শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

জেসমিন খান রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ড্রাইডকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোসলেম খানের স্ত্রী। তিনি ভ্রমণ কাহিনী ও আত্মজীবনীমূলক প্রবন্ধ লিখতেন। তাঁর লেখা তিনটি বই রয়েছে।

কোনোমতে বক্তব্য শেষ করে জেসমিন খান দর্শক সারিতে বসেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর আয়োজকরা তাঁকে কাছেই একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে জেসমিন খানের মৃত্যু হয়েছে।

এরপর জেসমিন খানের মৃতদেহ নগরীর মোমিন রোডের বাসভবনে নেওয়া হয়।

গত ১৩ জানুয়ারি ভোরে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কথাসাহিত্যিক ফাহমিদা আমিন (৮১)।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G