এফবিসিসিআই নির্বাচন কাল
নিজস্ব প্রতিবেদক :
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামিকাল শনিবার।
২০১৫ থেকে ২০১৭ মেয়াদের পরিচালনা পর্ষদের এবারের নির্বাচনে এ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হবেন।
নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ। একই সঙ্গে আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিলের ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ নির্বাচনে ৩২ জন পরিচালক নির্বাচিত হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন চেম্বার ও এ্যাসোসিয়েশন থেকে আরও ২০ জন মনোনীত পরিচালকসহ মোট ৫২ জন নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠিত হবে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার পরিচালক নির্বাচনের পর পরিচালকদের ভোটে ২৫ মে সভাপতি, প্রথম সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হবেন।
প্রতিক্ষণ/এডি/নুর/বাদল